যে কোন শিক্ষিত গৃহীনি বা স্টুডেন্ট আমাদের প্রিমিয়াম কোর্সটি নিয়ে ঘরে বসেই নিতে পারবেন আউটসোর্সিং ট্রেনিং। প্রিমিয়াম আউটসোর্সিং ট্রেনিং প্যাকেজ মাত্র ৩০০ টাকা।
প্রিমিয়াম আউটসোর্সিং ট্রেনিং প্যাকেজে যা যা থাকছে–
- Fiverr একাউন্ট তৈরি ও আয়
- Ilasstator এ টু জেট
- Photoshop এ টু জেট
- Digital Marketing
- Youtube Marketing
- Facebook Marketing
- Canva এ টু জেট
প্রিমিয়াম আউটসোর্সিং ট্রেনিং প্যাকেজটি নিয়ে কি ভাবে শিখবে?
আমাদের কোন ট্রেনিং সেন্টার নাই। যারা আমাদের প্রিমিয়াম আউটসোর্সিং ট্রেনিং প্যাকেজটি কিনবেন তাদের মেইলে আমরা এই কোর্সের সকল ট্রেনিং ভিডিওর লিংক দিয়ে দিবো। তারা বাড়িতে বসেই ভিডিও দেখে দেখে শিখতে পারবে। তবে, এটা ঠিক কিছু কিছু ট্রেনিং ইউটিউবে ফ্রিতে পাওয়া যায় কিন্তু সেই সব পেইড ভিডিও ট্রেনিং সেগুলো কিন্তু ইউটিউবে দেয়া হয় না। আমরা যেই ভিডিও গুলো দিবো সব গুলো হচ্ছে পেইড ট্রেনিং ভিডিও এবং ধারাবাহিক ভাবে ক্লাস সাজানো আছে। যার ফলে একজন আগ্রহী ফিল্যান্সার খুব সহজেই সব কিছু শিখতে পারবে।
তবে একটা বিষয় সেটা হলো, আমাদের প্রিমিয়াম আউটসোর্সিং ট্রেনিং প্যাকেজ ৭টা ক্যাটারীগর ট্রেনিং ভিডিও এক সাথে সব দেয়া হবে না। ফ্রিল্যান্সার ৭টা ক্যাটাগরীর মধ্যে যে আগে করতে চাইবে সেটার ভিডিও দেয়া হবে। মানে হচ্চে, তাকে একটা একটা করে প্রোগ্রাম শিখতে হবে। একটা প্রোগ্রাম শেখা হয়ে গেলে পরেরটার ভিডিও পাবে। এই ভাবে একজন ফ্রিল্যান্সার ৭টা ক্যাটারীর উপর ট্রেনিং করে নিতে পারলে তার জীবনেও টাকার অভাবে কষ্ট করতে হবে, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি।
আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই সকল ছাত্র-ছাত্রীরা যুক্ত ছিল তাদের সবাইকে আমরা ফ্রিতে ফ্রিল্যাসিং শিখাবো ৭টা কাটাগরীতে এর পর তাদের জন্য “ফাইভার” এর মতো আমরা দেশীয় একটা মার্কেটপ্লেস তৈরি করবো। যার নাম হবে “স্টারল্যান্ড ই-ডেক্স”। এখানে সকল ফ্রিল্যান্সারগণ তাদের কাজের বিজ্ঞাপন দিবে আর আমরা এই মার্কেট প্লেসটি পৌছে দিবে দেশের সকল অফিস বা প্রতিষ্ঠান গুলোতে। যাতে করে সরাসরি একজন ক্লাইন কোন প্রতিষ্ঠানের উচ্চ মুল্যে কোন কাজ না করে, সরাসরি ফ্রিল্যাসারদের মাধ্যমে অনেক কম টাকাতে কাজ করে নিতে পারে। তাতে করে আমাদের নতুন নতুন তৈরি করা ফ্রিল্যান্সারগণ দেশী বাজার দখল করবে, এর পর দক্ষ হয়ে ইন্টারন্যাশনাল বাজারে ঢুকবে কাজ করার জন্য এবং আমরা বিশ্বাস করি তখন তারা বাড়ীতে বসেই হাজার হাজার ডলার ইনকাম করবে। সেই দিন আর বেশী দেরী নাই, যখন কোন বেকার থাকবে না।