আইটি বিজনেস করতে গেলে নিজেকে আইটি স্পেশালাইজড হতে হয় কিন্তু আমাদের মেম্বারদের তা হতে হবে না কারন আইটি বিজনেসের সকল সার্ভিস আমাদের দক্ষ টিম দিবে, মেম্বারগণ শুধু আইটি বিজনেস নিয়ে মার্কেটিং করবে ও ক্লাইন রেডি করবে, বাকি কাজ আমাদের দক্ষ টিম করে দিবে। এখানে আমাদের প্রতিটি সার্ভিসের জন্য মেম্বারদের জন্য একটি রেট বা চার্জ থাকবে, মেম্বার সেই রেট বা চার্জের অতিরিক্ত যা পাবে সব টুকুই তার বেনিফিট।
এখন জানতে হবে আইটি বিজনেসে আসলে কি কি করা হয়?
মূলত আইটি বিজনেসে ওয়েবসাইট তৈরি, এপস তৈরি ও বিভিন্ন ধরনের সফটওয়ার তৈরি করাকেই বুঝায়।
ধরেন, আমাদের মেম্বার একটি দোকান বা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য অফার করলো, আমরা মেম্বারদের জন্য ওয়েবসাইট তৈরির চার্জ নিচ্ছি ৪ হাজার টাকা। মেম্বার যদি তার ক্লাইনের কাছ থেকে সেই ওয়েবসাইটের জন্য ১০ হাজার টাকা চার্জ নির্ধারন করে অফার করলো, তাহলে ৪ হাজার টাকার উপরের বাকি পুরোটাই সেই মেম্বারের প্রফিট। তার মানে সে একটি ওয়েবসাইট তৈরি করে দিয়ে ৬ হাজার টাকা লাভ করলো আর সেই ওয়েবসাইটটি আমরা তৈরি করে দিলাম আমাদের প্রাইজে। এই ভাবে আমাদের সকল আইটি সার্ভিস নিয়ে মেম্বারগণ মার্কেটিং করবে আর নিজের মতো করে প্রফিট করতে পারবে।
“স্টারল্যান্ড বিজনেস সলিশনস” এর মেম্বারদের জন্য যেই সকল আইটি সার্ভিস নিয়ে আসছে তাহলো-
যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয় যেমন- অনলাইন শপিং ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট, গার্মেন্টস ওয়েবসাইট, বায়িং হাউজ ওয়েবসাইট, ব্যাক্তিগত র্পোটফোলিও, ছোট ও মাঝারি ই-কমার্স ওয়েবসাইট, মেডিকেল ও হস্পিটাল ওয়েবসাইট, এন জি ও ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট, ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট, ক্যাটালগ ওয়েবসাইট, কোম্পানি প্রোফাইল ওয়েবসাইট, বীমা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ওয়েডিং প্ল্যানার ও ইভেন্ট প্ল্যানার ওয়েবসাইট, ল’ ফার্ম ওয়েবসাইট, কন্সাল্টেন্সি ওয়েবসাইট। প্রতিটি ওয়েবসাইট ৪ হাজার টাকা থেকে শুরু, ক্লাইনের চাহিদা অনুযায়ী রেট বাড়বে।
যাদের ওয়েবসাইট আছে, মাসিক সার্ভিস চার্জের বিনিময়ে ওয়েবসাইট ম্যানেজম্যান্ট করা হয়। এই সার্ভিসে থাকবে- ওয়েবসাইট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট আপলোড, ক্লাইন রিপ্লাই, অর্ডার কনফার্ম করা, অর্ডার আসলে সাইটের ওনারকে নোটিশ বা টেক্স করে জানিয়ে দেয়া, ওয়েবসাইট কাস্টমাইজ করা, কভার ফটো বা যে কোন ইমেইজ ডিজাইন করে আপলোড করা ইত্যাদি। মাসিক চার্জ ২ হাজার টাকা থেকে শুরু।
যাদের ফেইসবুক পেইজ আছে, মাসিক সার্ভিস চার্জের বিনিময়ে ফেইসবুক শপ বা পেইজ ম্যানেজম্যান্ট করা হয়। এই সার্ভিসে থাকছে- ক্লাইনকে ২৪ ঘন্টা রিপ্লাই ও কাস্টমার কেয়ার সাপোর্ট দেয়া, পেইজে প্রোডাক্ট আপলোড, ব্যানার ডিজাইন, এড পোস্ট করা, বুস্ট এর এড ডিজাইন করা সহ পেইজের সকল কাজ। মাসিক চার্জ ২ হাজার টাকা থেকে শুরু।
ডোমেইন ও হোস্টিং বিজনেস সাপোর্ট।
মোবাইল এপস্ তৈরি করা (১০ হাজার টাকা থেকে শুরু)। আর যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য ওয়েবভিউ এপর্স তৈরি করে ও প্লে ষ্টোরে পাবলিশ করা (১৫০০ টাকা)।
ফেইসবুক পোস্ট, এড ও ব্যনার ডিজাইন করা, মাত্র ১০০ টাকায় যে কোন এড ডিজাইন করে নিতে পারে।
ইউটিউব চ্যানেল তৈরি ও মনিটাইজেশন।
মোশন ভিডিও (১০০ টাকায় শুরু)।