আগ্রহী প্রার্থীদের যত জিঙ্গাসা আছে তার প্রশ্ন-উত্তর পর্ব।
ডিলারশীপের জন্য পণ্য কোথায় থেকে পাবো?
স্টারল্যান্ড বিজনেস সলিউশনের যেখানে সাব-এজেন্ট আছে অথবা যেখানে আমাদের “বিজনেস পার্টনার” আছে সেখানে ডিলারশীপের সকল পণ্য অর্ডার মোতাবেক দেয়া হবে। উদ্যোক্তাগণ তাদের চাহিদা অনুযায়ী ডিলারশীপের পণ্যের অর্ডার জানাবে “সাব-এজেন্ট” বা “বিজনেস পার্টনার” এর কাছে। যথারীতি “সাব-এজেন্ট” বা “বিজনেস পার্টনার” আমাদের জানালে আমরা তাদের কাছে অর্ডার মোতাবেক পণ্য পাঠাবো।