ইকমার্স বা অনলাইন শপিং বিজনেসের নাম শুনে নি এমন লোক এখন খুজে পাওয়া যায় না। সবাই কম বেশী ইকমার্স বা অনলাইন শপিং বিজনেস সম্পর্কে জানেন এবং অনেকেই এর নিয়োমিত গ্রাহক। এখন ঘরে বসেই বাজারের সকল পণ্য অনলাইনে কেনা যাচ্ছে। মূলত অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে কোন পণ্য বেচা-কেনাকে ইকমার্স বিজনেস বলে। এই বিজনেস করতে লাগে একটি ওয়েবসাইট বা একটি ফেইসবুক পেইজ।
দেশে লক্ষ লক্ষ তরুন তরুনী এখন এই পেশায় নিয়োজিত আছে। বিশেষ করে শহর অঞ্চলে এই বিজনেসের এখন রমরমা বিজনেস। যে কেউ চাইলে পাইকারীতে ৫/১০ হাজার টাকার প্রোডাক্ট কিনে ফেইসবুকে একটি পেইজ খুলে বিজনেস শুরু করে দিতে পারে। অনেকেই আবার নিজস্ব ব্রেন্ড করার জন্য নিজের বিজনেসের নামে ওয়েবসাইট তৈরি করেও বিজনেস শুরু করছে। ইকমার্স বিজনেসের ফলে বর্তমানে লক্ষ লক্ষ তরুন তরুনীর কর্মসংস্থান তৈরি হয়েছে এবং নিজের আয়ের পাশাপাশি তারা অনেকের কর্মসংস্থানও তৈরি করে দিচ্ছে।
কিন্তু কথা হচ্ছে “স্টারল্যান্ড বিজনেস সলিশনস” এর মেম্বারদের কি ভাবে ইকমার্স বিজনেসে সহযোগীতা করবে?
মূলত বিজনেসের জন্য প্রয়োজন হয় পণ্যের, আর এই সকল পণ্যই স্টারল্যান্ড বিজনেস সলিশনস” পাইকারী দামে সরবরাহ করবে মেম্বারদের। মেম্বারগণ ফেইসবুকে একটি পেইজ খুলে সেই সব পণ্যের মার্কেটিং করবে আর কোন গ্রাহক পেলে, আমাদের পেইজে বা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিকে জানাবে, এতটুকুই করবে মেম্বার। পণ্য গ্রাহনের কাছে পৌছানোর দায়িত্ব কোম্পানীর।
ধরেন, একজন মেম্বার তার ফেইসবুক পেইজে কিছু থ্রীপিচের ছবি দিয়ে এড দিলো, আমাদের থেকে মেম্বারকে পূর্বেই সেই থ্রীপিচের ছবি ও পাইকারী দাম জানিয়ে দেয়া থাকবে। ধরেন, সেই থ্রীপিচের পাইকারী মূল ৩০০ টাকা। মেম্বার তার পেইজের মাধ্যমে ৫৫০ টাকায় সেল করার অফার দিলো। অফার দেখে একজন ক্লাইন মেম্বারের পেইজে নক দিলো, মেম্বার তার ক্লাইনের ডেলিভারীর ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাবে। আমরা সেই ক্লাইনের ঠিকানায় থ্রীপিচটি কুরিয়ার করে দিবে এবং ক্লাইন তার পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবে। সেই মূল্য থেকে ফোরাম তার পাইকারী দাম ৩০০ টাকা রেখে বাকি ২৫০ টাকা মেম্বারের একাউন্টে সেন্ট করে দিবো।
এই ভাবে একজন মেম্বার চাইলে সারা দেশে হাজার হাজার পণ্য নিয়ে ইকমার্স বিজনেস শুরু করতে পারে। “স্টারল্যান্ড বিজনেস সলিশনস” মেম্বারদের জন্য বিভিন্ন পণ্য সাপোর্ট দিচ্ছে যেমন- ইলেক্ট্রনিক্স পণ্য, ক্রোকারিজ, চায়না গ্যাজেট আইটেম, মোবাইল এক্সোসরিজ, কাপড়সহ নানান আইটেম। কি কি প্রোডাক্ট এর সাপোট থাকবে তা আমাদের ফোরামের পেইজে দেয়া আছে।